নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে ২৫ জনের রিট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুই দিনে রিট আবেদন করেছেন ২৫ জন। প্রার্থিতা ফিরে পেতে গত রবি ও সোমবার মোট ২৫ প্রার্থীর আইনজীবীরা এসব আবেদন করেছেন।
গত রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বপন কুমার সরকার, রাজবাড়ী সদর। সুব্রত চন্দ্র সরকার, নেত্রকোণা-২। খন্দকার আহসান হাবিব, টাঙ্গাইল সদর। জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫। মো. মোস্তফা জামাল, ঢাকা-১৫। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। মো. শামীম মিয়া, নেত্রকোণা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। সোহেল রানা, সাভার।
সোমবার রিট করেছেন- মুন্সিগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী জয়নাল আবেদীন, ঝিনাইদহ সদরের বিএনআরপির প্রার্থী মো. ইউসুফ পারভেজ, কক্সবাজার-৩ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল আলম, কক্সবাজার-১ আসনের চৌধুরী এবাত নুর, চট্টগ্রাম- ৬ আসনের নুরুল করিম আফসার, ঢাকা-১০ এস এম আশিক বিল্লাহ। পটুয়াখালী-৩ সালমা আক্তার শিল্পী, পাবনা-১ আসনের অধ্যাপক আবু সাঈদ, টাঙ্গাইল-৭ মীর এনায়েত হোসেন মন্টু, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, পটুয়াখালী-২ এস এম এনায়েত করিম, চাঁদপুর-৫ মো. শাহানাজ ব্যপারী।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
হাইকোর্টের একাধিক দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আরও পড়ুন:
জোটের ভাগে অনেক নেতা নৌকা হারাবেন