নিপুণ রায়ের জামিন আপিলেও বহাল
নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর বিরুদ্ধে করা পৃথক আট মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিপুণ রায় চৌধুরীর বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি জানান, এ আদেশের ফলে নিপুণ রায় চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রয়েছে।
গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা পৃথক আট মামলায় হাইকোর্টে জামিন পেয়েছিলেন নিপুণ রায় চৌধুরী। এর আগে গত ৬ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া ওই আগাম জামিন স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আজ ১২ ডিসেম্বর দিন ঠিক করেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে গত ৬ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহীমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসেন বাপ্পী। আর নিপুণ রায় চৌধুরীর পক্ষে ছিলেন- অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।