১০ বছরে ইনুর টাকা বেড়েছে ৫২ গুণ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু নবম, দশম ও একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গত পাঁচ বছরে বার্ষিক আয় কমলেও ইনু ও তার স্ত্রীর সম্পদের পরিমাণ বেড়েছে তিনগুণ। আর গত ১০ বছরের ব্যবধানে ইনুর টাকা বেড়েছে প্রায় ৫২ গুণ।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া ইনুর হলফনামা এবং দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন:
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল জাসদ
হলফনামা থেকে জানা গেছে, দশম সংসদ নির্বাচনের আগে ইনুর নগদ টাকা ছিল ৬ লাখ ৮৫ হাজার টাকা। বর্তমানে তার নগদ টাকার পরিমাণ ৩ কোটি ৫৬ লাখ ১৫৫ টাকা। গত ১০ বছরের ব্যবধানে ইনুর টাকা বেড়েছে প্রায় ৫২ গুণ। এ সময়ে ইনুর স্ত্রীরও নগদ টাকা বেড়েছে।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হাসানুল হক ইনুর বার্ষিক আয় ছিল ৩৪ লাখ ৬১ হাজার ৬২৩ টাকা। সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ১৫ লাখ ৭ হাজার ৮৬৬ টাকা। তার স্ত্রী আফরোজা হকের সম্পদ ছিল ৭৭ লাখ ২৯ হাজার ২৩৫ টাকা। ৫ বছরের ব্যবধানে ইনুর বার্ষিক আয় কমে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৬০ হাজার ৪০৪ টাকা। তবে সম্পদের পরিমাণ তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ২২৯ টাকা। তার স্ত্রীর সম্পদ তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮৫ লাখ ৫২ হাজার ২৫৮ টাকা।