নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিল, স্বতন্ত্র পংকজের বৈধ
বরিশাল-৪ আসন
পংকজ নাথ ও ড. শাম্মী আহম্মেদ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ও আসনটির বর্তমান সংসদ সদস্য (এমপি) পঙ্কজ নাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বরিশালের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম এ ঘোষণা দেন।
শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী, শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ আনেন পংকজ নাথ। একইভাবে পংকজ নাথের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী ‘বিহঙ্গ পরিবহন’-এর মালিকানা থাকার বিষয়টি হলফনামায় গোপন করার অভিযোগ তোলেন শাম্মী আহম্মেদ। দুজনের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি জানান রিটার্নিং কর্মকর্তা।
পংকজ নাথ বরিশাল-৪ আসন থেকে টানা দুই বার এমপি নির্বাচিত হন। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।