আজ ‘মোজা দিবস’
‘মোজা’ পোশাকের মধ্যে কম দৃশ্যমান অংশগুলোর একটি। সঠিক মোজা বাছাই করা না গেলে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়। শুধু তাই নয়, ভুল ধরনের মোজা ব্যবহারে পায়ে ফোসকা পর্যন্ত পড়তে পারে। হতে পারে জুতার ক্ষতি। কিন্তু আপনি জানেন কি- এ পোশাকটিরও একটি দিবস রয়েছে। অবাক মনে হলেও ‘আজ মোজা দিবস’। প্রতি বছর ০৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে উদযাপন করা হয় ‘জাতীয় মোজা দিবস’।
জানা যায়, ২০১৬ সালে মোজা দিবস চালু হয়। ‘পেয়ার অব থিভস’ নামেন একটি পোশাক বিক্রয় প্রতিষ্ঠান এই দিবসটি চালু করেছিল। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল দিবসটি উদযাপন প্রচার করা নয়, সদিচ্ছার কথা প্রচার করা। কিছু অভাবী মানুষকে প্রয়োজনীয় জিনিসটি উপহার দেওয়া।
ধারণা করা হয় প্রায় দুই হাজার বছরের বেশি পুরোনো পোশাক মোজা। শুরুতে গুহাবাসীরা পা উষ্ণ রাখতে ছাগলের লোম থেকে মোজা তৈরি করতেন। সময়ের সঙ্গে নানা বৈচিত্র্য এসেছে এ পোশাকে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
গ্রীষ্মে পা ঘেমে দুর্গন্ধ কিংবা শীতে পায়ের দুর্গন্ধ থেকে মুক্তি দিতে পারে এ মোজা। এছাড়াও খালি জুতার বিরক্তিকর অবস্থা থেকেও মেলে স্বস্থি। এছাড়াও নিয়মিত মোজা পরিবর্তনে দুর্গন্ধ মুক্ত থাকার পাশাপাশি শরীর ভাল থাকবে।
তাই দিবসটি উদযাপনের ভালো উপায় হলো এক জোড়া নতুন মোজা কেনা। এজন্য বেছে নিতে পারেন জ্যামিতিক আকারে সজ্জিত উজ্জ্বল রঙের বা কোনো একটি রঙের মোজা। তাছাড়া আজকের দিনে কাউকে উপহার দিতে পারেন ‘মোজা’।
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
সব সময় কয়েক জোড়া মোজা বাসায় রাখার চেষ্টা করুন। চেষ্টা করুন প্রতি সকালে এক জোড়া পরিষ্কার মোজা দিয়ে দিনের যাত্রা শুরু করতে। আপনি যদি বহুদিনের ব্যাকপ্যাকিং ট্রিপে থাকেন, তাহলে একাধিক জোড়া মোজা সঙ্গে রাখুন।