ঢাকায় পকেটমারের শিকার কলকাতার অভিনেতা

বিনোদন ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১৯:৫১
শেয়ার :
ঢাকায় পকেটমারের শিকার কলকাতার অভিনেতা

টলিউড অভিনেতা জিতু কমল সম্প্রতি ‘মানুষ’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। বাংলাদেশি পরিচালক সঞ্জয় সমাদ্দার পরিচালিত এ সিনেমায় টলিউড সুপারস্টার জিতের বিপরীতে খলচরিত্রে অভিনয় করেছেন তিনি। গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘মানুষ’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেছেন জিতু।

জিতু কমল জানান, ঢাকায় যাওয়া নিয়ে নাকি বেশ একটা ভয় কাজ করে তার মনে। ২০১৭ সালে বাংলাদেশে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। সে সময়ে এক মেলায় ঘুরতে গিয়ে জিতু পকেটমারের শিকার হন। যার ফলে খাঁলি পকেটেই তাকে দেশে ফিরতে হয়। তবে ভবিষ্যতে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে বলেও জানান তিনি।  

জিতু কমল আলোচনায় এসেছেন ‘অপরাজিত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। অনীক দত্ত পরিচালিত এ সিনেমায় তিনি অপারিজত রায় ওরফে অপুর চরিত্রে অভিনয় করেছেন।