ঢাবি কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকির অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের এক কর্মকর্তার শার্টের কলার ধরে হুমকি ও খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদারের বিরুদ্ধে।
এ ঘটনার বিচার চেয়ে গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে অভিযোগপত্র দিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা মুকুল মিয়া। তিনি প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসের এটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন।
মুকুল বলেন, ‘তানভীর আমার কাছে এসে একটি প্রিন্ট করে দিতে বলে। আমাদের অফিসের নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু কাউকেই প্রিন্ট করে দেওয়া নিষেধ। আমি ভদ্র ভাষায় তাকে বলি ‘ভাই এখান থেকে প্রিন্ট করার নিয়ম নেই’। এ কথা বলার পরে আমি স্যারদের রুমে ঢুকছি তখন সে আমাকে হাত দিয়ে ইশারা করে বাইরে আসতে বলে।’
তিনি বলেন, ‘আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই তিনি আমার শার্টের কলার ধরে বলেন ‘এ আমাকে চিনস? আমি এসএমহল সভাপতি।’ এ কথা বলার পর আমি বলি ভাই ভেতরে স্যার (অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান) আছেন, তাকে বলেন। তিনি যদি অনুমতি দেন তাহলে আমি প্রিন্ট করে দিচ্ছি। পরে সে স্যারের রুমে গিয়ে বিষয়টা বললে স্যার বলেন, ‘ঠিকই আছে তো। আমাদের অফিসের নিয়মানুযায়ী এখানে কোনো শিক্ষার্থী বা বাইরের কারো প্রিন্ট করানো যাবে না।’ স্যার এ কথা বলার পরে তিনি স্যারের সঙ্গেও খারাপ আচরণ করেন। পরে স্যার আমাকে ভিসি স্যারের কাছে নিয়ে যান। ভিসি স্যার অভিযোগ পত্র দিতে বললে অভিযোগ দাখিল করি।’
অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানভীর শিকদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি সেখানে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গিয়েছিলাম। ছাত্রলীগ নেতা পরিচয়ে যাইনি। সাধারণ শিক্ষার্থী হিসেবে হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করেছি। এর বাইরে কিছু না।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!