সখীপুরে মনোনয়ন ফরম জমা দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য টাঙ্গাইল-৮ বাসাইল সখীপুর আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সখীপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার প্রকৌশলী ফারজানা আলমের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘আমি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। বিএনপি আসলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে এটা ঠিক না। ভোটাররা যদি নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এতে কোন দল আসলো আর কোন দল আসলো না এটা বড় কথা না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে নয়। আমি চাইবো ভোটাররা যাতে কেন্দ্রে এসে ভোট দিতে পারে অবাধ, সুষ্ঠু, পরিবেশে।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘বিএনপি দেশের জন্য ভাবছে না। ওরা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ভাগাভাগি বুঝি না, আমি যদি সমঝোতা বুঝতাম তাহলে হয়তো মুক্তিযুদ্ধে যাইতাম না। সবাই তখন পালিয়ে যাচ্ছিল। আমি তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, দেশ স্বাধীন করেছি। আমি সরকারের কাছে চাইবো মানুষ যাতে প্রভাব মুক্ত, অবাধ, স্বাধীন, সুষ্ঠুভাবে ভোট দিতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন নাসরিন কাদের সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক সাবেক মেয়র সানোয়ার হোসেন সজিব, সানোয়ার হোসেন মাষ্টার, দুলাল মাস্টার, আশিক জাহাঙ্গীর, হাবিবুন নবী সোহেল প্রমুখ।