বিএনএম’র যোগদান অনুষ্ঠানে কেন গিয়েছিলেন, জানালেন ওহাব
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুল ওহাব বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেননি বলে ঘোষণা করেছেন। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।
আবদুল ওহাব বলেন, ‘আমি ১৯৯১ সাল থেকে পরপর পাঁচবার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হই। গত ২০ নভেম্বর আমি ব্যক্তিগত একটি কেসের জন্য বিএনএম’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহানের কাছে যাই। ওই সময় শাহজাহান বিএনএম’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলছিলেন। সেজন্য তিনি আমাকে সেখানে বসতে বলেন। আমি বিএনএম-এ যোগদান করিনি এবং সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তুলিনি। শাহজাহান আমাকে চেনেন বিধায় যোগদান অনুষ্ঠানে আমার নামটি তিনি ঘোষণা করেন।’
বিএনপির এই সাবেক এমপি আরও বলেন, ‘আমি জাগো দল থেকে এখন পর্যন্ত বিএনপির সাথেই আছি। বিএনপি নেত্রী আমার মায়ের মতো। আমরণ আমি বিএনপিতে থেকে একনিষ্ঠভাবে কাজ করে যাব। দল পরিবর্তন করার প্রশ্নই আসে না। এখনো তৃণমূলে আমার হাজার হাজার কর্মী-সমর্থক রয়েছে।’