‘আমি নায়ক ফেরদৌস, এরপর অন্য পরিচয়’

বিনোদন প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩, ১৪:২০
শেয়ার :
‘আমি নায়ক ফেরদৌস, এরপর অন্য পরিচয়’

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে লড়বেন ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেতা। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাওয়া বেশ উচ্ছ্বসিত ফেরদৌস। কথা বলেছেন অভিনয় ও নির্বাচনী ভাবনা নিয়ে।

শুরুতেই ফেরদৌস বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আমার মা-বাবা, স্ত্রী-সন্তান, বন্ধু, সহশিল্পী, মিডিয়াকর্মীদের। তারা সারা জীবন আমাকে উৎসাহ দিয়েছেন। এতদিন সবাই একজন অভিনেতা হিসেবে আমাকে দেখেছে। মানুষের সেবা করতেই নতুন জীবনে পা রেখেছি। গতকাল থেকেই আমার নতুন জীবনের সূচনা হয়েছে। আমার বিশ্বাস, এবারও সবাই আমাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন।’

জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত কবে নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি বেশ কয়েক বছর ধরেই নানা সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত। আমি মনে করি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য একটা জায়গার প্রয়োজন। যেখান থেকে মানুষের পাশে আরও ঘনিষ্ঠভাবে দাঁড়ানো যায়, আরও কাজ করা যায়। প্রধানমন্ত্রীর আমাকে সন্তানের মতো স্নেহ করেন। কিছুদিন আগে আমি তার সঙ্গে দেখা করতে যাই। সেসময় আমার ইচ্ছার কথা তাকে জানাই। উনি তখন হেসে বলেছিলেন, দেখবেন। সেসময় থেকেই জাতীয় নির্বাচন করার ভাবনাটা মনে আসে। মনোনয়ন ফরম কিনি। এত বড় আসন থেকে মনোনয়ন পাব স্বপ্নেও ভাবিনি।’

সংসদ সদস্য নির্বাচিত হলে আপনার লক্ষ্য কী? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশনই আমার ভিশন। তার দিকনির্দেশনায় কাজ করতে চাই। আমারও কিছু পরিকল্পনা আছে। সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। আমি আগেও বলেছি, আমি বেশ কিছু সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত আছি। সেগুলো এগিয়ে নিয়ে যেতে চাই। এছাড়া নির্বাচিত এলাকার রুটিন কাজের বাইরে, আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে চাই।’

চলচ্চিত্র নিয়ে আপনার পরিকল্পনা কী? উত্তরে ফেরদৌস বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি- আমি নায়ক ফেরদৌস, এরপর অন্য পরিচয়। চলচ্চিত্র পরিবারই আমার সবচেয়ে আপন। দেশের মানুষজন আমাকে চেনে এই চলচ্চিত্রের জন্যই। তাই এই শিল্পে যখন যে কাজে আমাকে প্রয়োজন হবে, আমি আছি ও থাকব।’

আপনাকে কী আগের মতো পর্দায় পাওয়া যাবে? এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘কেন না। আমি তো অভিনয়েরই মানুষ। এই অঙ্গনে আছি ও থাকব। হ্যাঁ, কাজের সংখ্যাটা হয়তো একটু কমতে পারে। অভিনয় থেকে দূরে থাকাটা আমার পক্ষে কখনও সম্ভব না।’