আবারও নৌকার মনোনয়ন পেলেন মমতাজ

বিনোদন প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ১৭:০০
শেয়ার :
আবারও নৌকার মনোনয়ন পেলেন মমতাজ

আওয়ামী লীগ থেকে আবারও মনোনীত হয়েছেন কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়তে তাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দলটি। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

আজ রবিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের মমতাজের নাম ঘোষণা করেন।

এর আগে, গেল বৃহস্পতিবার থেকে টানা তিন দিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করে। আর আজ মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বিকেল ৪টায় মনোনীতদের নাম ঘোষণা শুরু করেন দলীয় নির্বাচন কমিটির সদস্য সচিব।