ঢাকা-১০ আসনে মনোনয়ন পেলেন চিত্রনায়ক ফেরদৌস
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ রবিবার বিকেল ৪টা থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ঢাকা-১০ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চূড়ান্ত তালিকায় চিত্রনায়ক ফেরদৌসের নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
এদিকে, ঢাকার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। ঢাকা-১০ ও ঢাকা-১৮ এই দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন ফেরদৌস।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা