বকেয়ার দায়ে ইন্টারনেট সংযোগ সীমিত করল সাবমেরিন ক্যাবলস

প্রেস বিজ্ঞপ্তি
২৬ নভেম্বর ২০২৩, ০০:২৫
শেয়ার :
বকেয়ার দায়ে ইন্টারনেট সংযোগ সীমিত করল সাবমেরিন ক্যাবলস

বকেয়ার দায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর কিছু সংখ্যক গ্রাহকের ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়েছে। আজ শনিবার মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) প্রভাস চন্দ্র ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, বিএসসিপিএলসি এর কিছু সংখ্যক আইআইজি, আইএসপি এবং আইজিডব্লিউ গ্রাহক দীর্ঘদিন যাবৎ কোম্পানির বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রাখছে। সরকারি রাজস্ব আদায়ে বিএসসিপিএলসি হতে বারংবার তাগাদা প্রদান করা ছাড়াও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র মাধ্যমে বকেয়া পরিশোধের নির্দেশনা প্রদান করা হলেও উক্ত প্রতিষ্ঠানগুলো বকেয়া পরিশোধ করেনি। এমতাবস্থায় গত ২৪ নভেম্বর বকেয়ার কারণে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সংযোগ বকেয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হারে সীমিত করা হয়।

এতে আরও বলা হয়, আশা করা যাচ্ছে যে, প্রতিষ্ঠানগুলো স্বল্পতম সময়ে বিদ্যমান বকেয়া পরিশোধ করা হবে এবং ব্যান্ডউইথ সীমিতকরণ পরিস্থিতির উত্তরণ ঘটবে।

গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।