জবি ছাত্রী হলে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছাত্রী হলে বিভিন্ন গিফট সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরার হাতে এসব উপহার হস্তান্তর করেন ছাত্রদলের নেতারা।
বিতরণ করা উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক-চতুর্থাংশ বুকসেল্ফ, বিসিএস প্রস্তুতির জন্য পাঁচ সেট বই এবং ইসলামিক বই, পাঁচশো প্লেট ও পাঁচশো মগ, নামাজের ম্যাট, ডাস্টবিন, বারোশো সেনিটারি ন্যাপকিন এবং পঞ্চম ফ্লোরের জন্য পর্দা ও পাইপ।
উপহার সামগ্রী পেয়ে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকা বলেন, এসব সামগ্রী তাদের পড়াশোনা, স্বাস্থ্যবিধি এবং হলের পরিবেশ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রীরা আমাদের সমাজের ভবিষ্যৎ। তাদের পড়াশোনা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর একটি প্রতীক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।’
এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং রুমি।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
আমাদের সময়/ এইচও