ইউআইটিএস শিক্ষার্থীদের আন্তর্জাতিক সাফল্য: ইনোভেশন ওয়ার্ল্ড কাপে স্বর্ণপদক অর্জন
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস )-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের দুটি দল ‘ইনোভেশন ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় স্বর্ণপদক ও সম্মানজনক অর্জন (Honorable Mention) করেছে।
প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত ৭ নভেম্বর তারিখে। সারা দেশের ৪০৬টি দল ও প্রায় ১,৫০০ উদ্ভাবকের মধ্যে থেকে ইউআইটিএসের দলগুলো নিজেদের মেধা, উদ্ভাবনী শক্তি ও পরিশ্রমের মাধ্যমে শীর্ষ ৮৫ ফাইনালিস্টের তালিকায় জায়গা করে নেয়।
এ অর্জনের মাধ্যমে বিজয়ী দল দুটি আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কমপিটিশন (I³C) ও ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬–এর আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। যা আগামী ২৮–৩১ জানুয়ারি ইন্দোনেশিয়ার বানডুংয়ে অনুষ্ঠিত হবে।
স্বর্ণপদকপ্রাপ্ত ‘থ্রি জিরো’ দলের সদস্যরা হলেন মো. ইব্রাহিম, শারমিন ইমা, ফারহানা মেহজবিন তুষ্টি ও আসিফ মুনতাসির সিফাত।
সম্মানজনক অর্জন (Honorable Mention) প্রাপ্ত ‘সাউন্ড ভিশনের’ সদস্যরা হলেন ইশরাক উদ্দিন চৌধুরী, কাজী মো. আজহার উদ্দিন আবীর, ফাহিমা আবিদা চৌধুরী, সুমাইয়া বিনতে ইসমাইল ও আব্দুল মোমেন সাফিন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এছাড়াও প্রতিযোগিতায় ইউআইটিএসের আরও দুটি দল সাফল্যের সঙ্গে অংশ নেয়। এর মধ্যে টিম পেলিটার্সে ছিলেন আসিফ মাহমুদ, কে এম জাকারিয়া, প্রমি ক্লারা রোজারিও ও ওমর ফারুক রাকিব। টিম স্পিড সাইনে ছিলেন রেয়াজুল ইসলাম, সাদিয়া জান্নাত, ইসরাত জাহান ও মো. রায়ান।
ইনোভেশন ওয়ার্ল্ড কাপ ২০২৬ হলো এমন একটি আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সৃজনশীল ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন প্রতিযোগিতা করে, আন্তঃসাংস্কৃতিক সহযোগিতার সুযোগ তৈরি হয় এবং ভবিষ্যতের উন্নত বিশ্বের জন্য নতুন সমাধান উপস্থাপিত হয়। একইসঙ্গে, ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি কমপিটিশন (I³C) ২০২৬ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধান দক্ষতা ও গবেষণামুখী চিন্তাধারাকে তুলে ধরে।
ইউআইটিএসের ‘থ্রি জিরো’ ও ‘সাউন্ড ভিশন; দলের এই সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছে। আন্তর্জাতিক পর্বে। আগামী বছর ২৮ থেকে ৩১ জানুয়ারি ইন্দোনেশিয়ার বানডুংতে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।