প্রকৌশলীদের আলটিমেটামের সমাপ্তি, পুনরায় রাজপথে রুয়েট শিক্ষার্থীরা

রুয়েট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১৪:৫৫
শেয়ার :
প্রকৌশলীদের আলটিমেটামের সমাপ্তি, পুনরায় রাজপথে রুয়েট শিক্ষার্থীরা

প্রকৌশলীদের দীর্ঘ আন্দোলনের দাবির প্রেক্ষিতে ঘোষিত আলটিমেটাম শেষ হলেও কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় পুনরায় রাজপথে নেমেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। 

শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রুয়েটের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তালাইমারি মোড়ে সমাবেশে পরিণত হয়।

আন্দোলনকারীরা জানান, প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকার একাধিকবার আশ্বাস দিয়েও বাস্তব কোনো সমাধান দেয়নি। রাজধানীমুখী লং মার্চ চলাকালেও পুলিশের হামলার ঘটনা এলেও দাবি আদায়ে আন্দোলনকারীরা পিছু হটেননি। চাপের মুখে সরকার প্রথমে একটি ওয়ার্কিং কমিটি গঠন করে এক মাসের মধ্যে সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে নতুন ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

তবে আন্দোলনকারীদের অভিযোগ, নতুন কমিটির কোনো দৃশ্যমান কার্যক্রম বা অগ্রগতি নেই।

শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নির্বাচনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে এবং প্রকৌশলীদের দাবি উপেক্ষা করে পরিস্থিতি লঘু করার কৌশল নিচ্ছে। এ অবস্থায় পূর্বের ওয়ার্কিং কমিটির সুপারিশ প্রকাশ ও তা বাস্তবায়নে শুক্রবার (৭ নভেম্বর) পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

সমাবেশে বক্তাদের মধ্যে পুরকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিহাব হোসেন বলেন, ‘প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি নিয়ে সরকার টালবাহানা করছে। অযৌক্তিক বৈষম্য দূর করতে এবং পেশাগত মর্যাদা রক্ষায় প্রণীত সুপারিশ দ্রুত কার্যকর করতে হবে।’ 

তারা আরও জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি সম্পন্ন করে পরবর্তী ঘোষণা পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের সময়/আরআর