ভালো ও খারাপ কিছু দেখলে যে দোয়া পড়া সুন্নত
মানবজীবনের সব দিক ও বিভাগে যাঁকে অনুসরণ করলে মহান আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জিত হবে, তিনি হলেন সেই সর্বোত্তম আদর্শ বিশ্বনবী (স.)। তিনি সুখ-দুঃখ, আনন্দ-বেদনায় আল্লাহর শুকরিয়া আদায় করতেন।
মহানবী (স.) আনন্দদায়ক কোনো কিছু দেখলে বলতেন—الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’। অর্থ: ‘সব প্রশংসা আল্লাহর জন্য যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।’
আবার অপছন্দনীয় কিছু দেখলে তিনি বলতেন— الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ উচ্চারণ: ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল।’ অর্থ: ‘সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।’
আরও পড়ুন:
কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়?
আয়েশা (রা.) বর্ণিত হাদিসে উল্লেখিত দোয়া দুটির উল্লেখ রয়েছে। তিনি বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (স.) যখন পছন্দনীয় কিছু দেখতেন তখন বলতেন- ‘আলহামদুলিল্লাহিল্লাজি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’ আর যখন অপছন্দনীয় কিছু দেখতেন তিনি বলতেন- ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল’। (ইবনে মাজাহ: ৩৮০৩)
সুতরাং উম্মতের জন্য সঠিক সময়ে দোয়াগুলো পাঠ করা সুন্নত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ভালো ও খারাপ কিছু দেখার পর উল্লেখিত দোয়াগুলো পড়ার তাওফিক দান করুন। আমিন।
আরও পড়ুন:
হজ নিবন্ধনের সময় বাড়ল ২১ দিন
আমাদের সময়/ টিটিএ