বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৫, ১৩:০১
শেয়ার :
বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকায় স্থান পাননি শোবিজের শিল্পীরা।

এদিকে, বিএনপি দলে হয়ে রাজনীতিতে সক্রিয় রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন এই সংগীতশিল্পী। কিন্তু সোমবার ঘোষিত তালিকায় তার নাম আসেনি।

জানা গেছে, ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দল।

মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ও আস্থাভরা মনোভাব প্রকাশ করেছেন। গতকাল রাতেই নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’

তার এই পোস্টে অনেকে প্রশংসা করে মন্তব্য করছেন। কেউ কেউ দাবি করছেন, রাজনীতিতে এমন পরিমিত ও সংযত বক্তব্য খুব কমই শোনা যায়।

উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। সে সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ এনে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন।

আমাদের সময়/ এসএ