‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫, ১২:৫৩
শেয়ার :
‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন

সাংবাদিক ও কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের লেখা ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মোড়ক উন্মোচন হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চর্চা ডট কমের সম্পাদক সোহরাব হাসান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নী ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুর প্রমুখ।

প্রকাশনী সংস্থা আদর্শ-এর আয়োজনে এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে বক্তব্য রাখেন।


আমাদের সময়/আরআর