‘কেস স্টাডি মেথড: এ প্র্যাকটিকাল এপ্রোচ টু বিজনেস প্রবলেম সলভিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে গত বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ে রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে ‘কেস স্টাডি মেথড: এ প্র্যাকটিকাল এপ্রোচ টু বিজনেস প্রবলেম সলভিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিজনেস স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং সেমিনারের মূল বক্তা ছিলেন মি. আলভি রিয়াসাত মালিক। তিনি যুক্তরাজ্যের সেন্টার ফর এমপ্লয়মেন্ট রিলেশন্স, ইনোভিয়েশন এন্ড চেঞ্জ (সিইআরআইসি) এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগের সহযোগী অধ্যাপক।
মূল আলোচনায় মি. মালিক কেস স্টাডি পদ্ধতির মাধ্যমে ব্যবসায়িক সমস্যা সমাধানের বাস্তব ও একাডেমিক প্রয়োগ তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী ও সমালোচনামূলক চিন্তাশক্তি উন্নয়নের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসান স্বাগত বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রারমোহাম্মদ কামরুল হাসান। তারা ব্যবসায় শিক্ষায় কেস স্টাডি পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন এবং বাস্তব সমস্যা সমাধানে এর প্রয়োগমূলক দিকগুলো সম্পর্কে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষকখাদিজা আক্তার। সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি রিসোর্স পারসন, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য কো-কারিকুলার কমিটির কনভেনার সহকারী অধ্যাপক ফারহানা রহমান সুমি, এবং কমিটির সদস্য সহকারী অধ্যাপক শুমি সরকার, সহকারী অধ্যাপক শামিমা আক্তার, প্রভাষক মো. মেহেদী হাসান ও সদস্য-সচিব প্রভাষক নূর হাছান মাহমুদ খান-সহ সকলকে বিশেষ ধন্যবাদ জানান।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
সেমিনার শেষে রিসোর্স পারসনকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে সেমিনারের অংশগ্রহণকারীদের নিয়ে একটি গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়, যা আয়োজনটিকে আরও স্মরণীয় করে তোলে।