রাবির সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে ছাত্রীর মৃত্যু

রাবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৫, ২১:০৩
শেয়ার :
রাবির সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে ছাত্রীর মৃত্যু

সায়মা হোসাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে এক ছাত্রী মারা গেছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রীর নাম সায়মা হোসাইন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

প্রত্যক্ষদর্শী ছাত্র তওফিক রহমান মহিন বলেন, ‘আজ এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের সময় এক আপু পানিতে তলিয়ে যান। কয়েক মিনিট ধরে তিনি পানির নিচে ছিলেন, কিন্তু কেউ তাঁকে উদ্ধার করতে পারেনি। প্রশাসন এমন প্রশিক্ষক নিয়োগ দিয়েছে, যারা নিজেরাই সাঁতার জানেন না—এটা দুঃখজনক। আমি জিমের সামনে ছিলাম, খবর পেয়ে দৌড়ে গিয়ে মেয়েটিকে তুলি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। রাবি মেডিকেল সেন্টারে অক্সিজেনও ছিল না—এমন অব্যবস্থাপনা মেনে নেওয়া যায় না।’

আরেক ছাত্র মো. রায়হান আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অনিয়মিত নিয়োগের কারণেই আজ একটি তরুণ প্রাণ ঝরে গেল। প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’

রামেক হাসপাতালের তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বলেন, ‘ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। প্রাথমিক তদন্ত চলছে।’

আমাদের সময়/আরডি/জেএইচ