ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগবেষক আহমদ রফিকের স্মরণসভা শুক্রবার
ভাষাসংগ্রামী, কবি ও রবীন্দ্রগবেষক আহমদ রফিকের কর্মময় জীবনের শ্রদ্ধা প্রদর্শন স্বরূপ শুক্রবার (২৪ অক্টোবর) নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। কাল বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই স্মরণসভা।
‘ভাষাসংগ্রামী আহমদ রফিক শোকসভা জাতীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ইতিহাস, আহমদ রফিকের সাহিত্যচর্চা, গবেষণা ও সাংস্কৃতিক অবদানের ওপর বক্তৃতা দেবেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা।
আহমদ রফিক ছিলেন একাধারে ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও রবীন্দ্রগবেষক। রবীন্দ্রনাথ ঠাকুর ও বাঙালিত্ব বিষয়ে তাঁর গভীর গবেষণা ও বিশ্লেষণ বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করেছে।দীর্ঘদিন বার্ধক্যজনিত জটিলতাসহ শারিরীক নানা সমস্যায় ভুগে গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
আরও পড়ুন:
‘আমাদের ছোট রাসেল সোনা’ বইয়ের মোড়ক উন্মোচন