খালেদা জিয়া হলে ভিপি ও এজিএস পদে জয় শিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে খালেদা জিয়া হলের ছাত্র সংসদে ভিপি ও এজিএস পদে জয়ী হয়েছ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী। জিএস পদে জয় হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের গড়া প্যানেল ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী। নিজ দলের নেত্রীর নাম হলটিতেও পরাজিত হয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।
ঘোষিত ফলাফলে খালেদা জিঃয়া হলে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।
জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার ভোট পেয়েছেন ৩৫২টি। তার প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।
এজিএস পদে জয়ী শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির পেয়েছেন ২৭৮ ভোট। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
আমাদের সময়/ এইচও