হিরো আলমকে হত্যাচেষ্টাকারী ম্যাক্স অভির জামিন
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টাকারী আসামি কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই জামিনের আদেশ দিয়েছেন। আসামি পক্ষে আইনজীবী মেহেদী হাসান মজুমদার জামিন চেয়ে শুনানি করেন।
আর হিরো আলমের পক্ষে আইনজীবী শান্তা সাকসিনা জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন আদালত। হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এই মামলা করেন হিরো আলম।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
মামলায় গত ৭ অক্টোবর রাতে ঢাকার খিলক্ষেতের ডুমনী বাজার থেকে ম্যাক্স অভিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মেইনরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় ৬ জন লোক তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। জোর করে তারা তাকে পাশের কাশবনে নিয়ে যায় এবং কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স অভির হাতে থাকা কাঠের লাঠি দ্বারা মাথায় আঘাত করে। বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন।
অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে তাকে আঘাত করে। আঘাতটি তার ডান হাতের কনুইয়ে লাগে। এতে গুরুতর রক্তাক্ত হন। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দ্বারা তার মাথায় আঘাত করলে আঘাতটি কপালের বাম দিকে লাগে। পরে মাটিতে লুটিয়ে পড়েন।
তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি ও চড় থাপ্পড় মেরে জখম করে। ম্যাক্স অভি তার হনোর ব্রান্ডের একটি মোবাইল ভেঙ্গে ফেলে। যাওয়ার সময় আসামিরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। পরে আশেপাশের মানুষের সহযোগিতায় হাসপাতালে যান তিনি।
আমাদের সময়/কেইউ