চাকসু নির্বাচনে নারী ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দিতে নারী শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ দেখা গেছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে প্রাণচঞ্চল পরিবেশ বিরাজ করছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ ভবনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধ ঘণ্টার বেশি সময় লাইন ধরে দাঁড়িয়ে থেকেও মুখে হাসি নিয়ে অপেক্ষা করছেন।
নাহিদা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই, বরং আনন্দ লাগছে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘৩৫ বছর পর এমন নির্বাচনে অংশ নিতে পারছি। এটাই সবচেয়ে বড় পাওয়া।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী রয়েছেন ৪৯৩ জন।
জানা গেছে, চাকসু নির্বাচন পরিচালনা হচ্ছে আধুনিক ওএমআর ব্যালট পদ্ধতিতে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-কর্মচারী, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম তৎপর রয়েছে।
নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিক জানান, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালের পর এই প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী।
আমাদের সময়/আরআর