ছাত্রলীগের সাবেক নেতা পল্লব রিমান্ডে

আদালত প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৩
শেয়ার :
ছাত্রলীগের সাবেক নেতা পল্লব রিমান্ডে

২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের সাবেক নেতা রেদওয়ানুন মীর পল্লবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ রিমান্ডের আদেশ দেন।‎

‎গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ১৩ অক্টোবর ধার্য করেন। এদিন শুনানিকালে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

‎রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামির পক্ষে তার আইনজীবী হায়দার আলী হাওলাদার রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থণা করেন। ‎শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয় বলে জানান প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জিন্নাত আলী।

‎মামলা বিবরণ থেকে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় শুনতে খালেদা জিয়া বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে সেখানে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

‎এ ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর সেলিম হোসেন রানা আদালতে মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১০৬ জনকে আসামি করা হয়।