মেয়েকে মারধরের মিথ্যা অভিযোগে মামলা করে ফাঁসলেন বাবা

আদালত প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৫, ১৯:০২
শেয়ার :
মেয়েকে মারধরের মিথ্যা অভিযোগে মামলা করে ফাঁসলেন বাবা

মেয়েকে মারধরের মিথ্যা অভিযোগে শ্যালক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করায় দুলাভাই সালাহউদ্দিনকে এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম (এডিএমএম) জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি সালাহউদ্দিন তার মেয়ে রুমিকে মারধরের অভিযোগ এনে শ্যালক মো. কাজল, তার স্ত্রী রোকসানা বেগম, মেয়ে কসমিন আক্তার এবং দুই স্বজন রবি মিয়া ও আশরাফুল রবির বিরুদ্ধে আদালতে মামলা করেন।

তদন্ত ও শুনানিতে আদালত দেখতে পান, অভিযোগে উল্লিখিত ঘটনাগুলো পরস্পরবিরোধী এবং একই ঘটনার ওপর দুইটি পৃথক মামলার ডাক্তারি রিপোর্ট ব্যবহৃত হয়েছে। চিকিৎসা স্লিপেও গুরুতর আঘাতের কোনো প্রমাণ মেলেনি। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, মামলাটি ছিল হয়রানিমূলক এবং পারিবারিক বিরোধ থেকে উৎসারিত।

এ অবস্থায় আদালত আসামিদের অব্যাহতি দিয়ে অভিযোগকারী সালাহউদ্দিনকে কারণ দর্শানোর নির্দেশ দেন কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না।

পরে রোববার সালাহউদ্দিন আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং জানান, তিনি ভুল বুঝে মামলা করেছিলেন। উভয় পরিবারের মধ্যে আপস-মীমাংসা হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।