বন্ধুর ফোন বিক্রি করে জাবি শিক্ষার্থীর ইয়াবা সেবন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্ধুর মোবাইল ফোন চুরি করে নিয়ে বিক্রির টাকা দিয়ে ইয়াবা সেবনের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত সামিউল আজীম বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের ৫৩ ব্যাচের ছাত্র।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের ১০০৮ নম্বর কক্ষে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী সাগর গোলজার বলেন, ‘আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফোন নেই। পরে প্রাধ্যক্ষ স্যারকে বিষয়টি জানাই এবং হল অফিসের সিসিটিভি ফুটেজ দেখি। সেখানে দেখা যায়, পাশের রুমের ৫৩ ব্যাচের সামিউল আমার রুমে প্রবেশ করে কিছুক্ষণ পর বেরিয়ে যায়। ওই সময়ে আমি ঘুমিয়ে ছিলাম, রুমে আর কেউ ছিল না।’
অভিযুক্ত সামিউল আজীম বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি ফোনটা নিয়ে টুঙ্গীতে গিয়ে বিক্রি করেছি। পরে সেই টাকায় ইয়াবা সেবন করেছি।’
ঘটনাটি জানাজানি হওয়ার পর হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এই বিষয়ে হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘আমরা সামিউলকে প্রক্টর অফিসের নিরাপত্তা সেলে পাঠিয়েছি। আগামীকাল এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’