লন্ডনের ওয়েস্টমিনস্টারে ডাবল-ডেকার বাসের ভয়াবহ দুর্ঘটনা
লন্ডনের ওয়েস্টমিনস্টারে স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ডাবল-ডেকার বাস প্রথমে একটি ব্ল্যাক ক্যাব বা ট্যাক্সিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পরে কাছের এক ডেন্টাল ক্লিনিকে আঘাত হানে।
স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিটের দিকে গ্রেট পিটার স্ট্রিট এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্রিস্টাল প্যালেসগামী ৩ নম্বর রুটের বাসটি মোড় নেওয়ার সময় ট্যাক্সির সঙ্গে ধাক্কা খায়। এরপর এটি ফুটপাথে উঠে গিয়ে ট্যাক্সিটিকে ঠেলে নিয়ে যায় এবং ডেন্টাল ক্লিনিকের সামনের কাচের দরজায় ধাক্কা খায়।
দুর্ঘটনার ঠিক আগে ট্যাক্সি থেকে এক যাত্রী নেমে যাচ্ছিলেন, যা তাকে গুরুতর দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। আশেপাশের কয়েকজন পথচারী তৎক্ষণাৎ এগিয়ে এসে বাসের ভেতরের যাত্রীদের সাহায্য করার চেষ্টা করেন।
লন্ডন পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হাসান ওয়াহিদ বলেন, বাসটি প্রথমে ট্যাক্সিকে ধাক্কা দেয়, এরপর উভয় যানবাহন গিয়ে ডেন্টাল ক্লিনিকের দেয়ালে আঘাত করে। ট্যাক্সিচালক তখন গাড়ির ভেতরে আটকে পড়েন এবং উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টা সময় লাগে তাকে নিরাপদে বের করতে।
তিনি আরও বলেন, বাসটি যদি পাশের কফি শপে আঘাত করত, যেখানে বড় কাঁচের জানালা রয়েছে, তাহলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। এলাকাটি অফিস, স্কুল ও পর্যটকে ভরা থাকে— তাই বড় বিপর্যয় এড়ানো গেছে বলা যায়।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে চারজনকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনজন চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান, আর একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
লন্ডন পরিবহন কর্তৃপক্ষের মুখপাত্র বলেন, ‘আমরা দুর্ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছি। আহত ব্যক্তি ও ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি রইল। যারা মানসিকভাবে প্রভাবিত হয়েছেন, তাদের জন্য সহায়তা দেওয়া হচ্ছে।’