সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬ ব্যাংক হিসাব জব্দ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ. ফ. ম. রুহুল হক এবং তার স্বার্থ–সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৫৬টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এ সব হিসাবে মোট ১৫ কোটি ৪০ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আজ বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফায়েজ এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান আদালতে আবেদন করে জানান, রুহুল হক ও তার ঘনিষ্ঠদের নামে বিভিন্ন ব্যাংকে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাতের আশঙ্কা থাকায় তদন্তের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
আদালতের আদেশে বলা হয়, অবরুদ্ধ ৫৬টি হিসাবের মধ্যে রুহুল হকের নামে ৩৯টি, তার আত্মীয় ইলা হকের নামে ২টি এবং জিয়াউল হকের নামে ১৫টি হিসাব রয়েছে।
দুদক জানিয়েছে, অনুসন্ধানকাজের অংশ হিসেবে এসব হিসাব থেকে কোনো ধরনের লেনদেন আপাতত বন্ধ থাকবে।