লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

অনলাইন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৫, ১০:১৯
শেয়ার :
লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

লটারির এক টিকিটে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হারুন সরদারের ভাগ্য।  ‘বিগ টিকিট’ নামক লটারির ই-ড্রতে তিনি ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি।

গতকাল শুক্রবার আবুধাবিতে এ ড্র অনুষ্ঠিত হয়। হারুন সরদার পেশায় একজন ট্যাক্সিচালক। ২০০৯ সাল থেকে তিনি আবুধাবিতে বসবাস করছেন।

হারুন টিকিটটি কেনেন গত ১৪ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাসকারী আরেক প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল এ ড্রতে রেঞ্জ রোভার গাড়ি জিতেছেন।

‘বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন রেঞ্জ রোভারস, বিএমডব্লিউ ও করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে এ লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।