মসজিদে প্রথম কাতারে নামাজ আদায়ের গুরুত্ব
ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে কোরআন ও হাদিসে অনেকবার বলা হয়েছে।
মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করার বিষয়ে তাগিদ দিয়েছেন হজরত মুহাম্মদ (সা.)। জামাতের প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত অপরিসীম।
প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা সাহাবিদের নবী (সা.) বলেছিলেন, ‘তোমরা সামনের কাতারে এগিয়ে আসো এবং আমাকে অনুসরণ করো, যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। মানুষ পেছনে হটতে থাকলে আল্লাহও তাদের পিছিয়েই দেন।’ (সহিহ মুসলিম)
আরও পড়ুন:
কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়?
অপর হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘মানুষ যদি আজান ও প্রথম কাতারের সাওয়াবের কথা জানতো এবং লটারি ছাড়া তা লাভের কোনো উপায় না থাকত, তবে তারা এজন্য লটারি করতে। যদি নামাজে দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার ফজিলত মানুষ জানত, তবে তারা এজন্য প্রতিযোগিতা করতে। এশা ও ফজরের সওয়াব যদি তারা জানত, তবে তারা এ দুই নামাজের জন্য হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসত।’ (সহিহ বুখারি, সহিহ মুসলিম)
নামাজের জামাতে যথা সম্ভব সামনে দাঁড়ানো, কাতারের ফাঁকা জায়গা পূরণ করারও ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। বারা ইবনে আজেব (রা.) বলেন, ‘আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফিরিশতাগণ দোয়া করতে থাকেন তাদের জন্য যারা প্রথম কাতার মিলিয়ে (ব্যবধান না রেখে) দাঁড়ায়। আর যে পদক্ষেপে বান্দা কোনো কাতারের ফাঁকা জায়গা পূরণ করতে যায়, আল্লাহর কাছে অন্য কোনো পদক্ষেপ এর চেয়ে বেশি পছন্দনীয় নয়।’ (আবু দাউদ: ৫৪৩)
আরও পড়ুন:
ধর্মের জন্য প্রেমিককে ত্যাগ করলেন অভিনেত্রী
অপর বর্ণনায় এসেছে, রাসূল (সা.) সাহাবিদের বলেন, ‘তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতারবদ্ধ হন?’ সাহাবিরা বলেন, ‘হে আল্লাহর রাসূল, ফেরেশতারা কীভাবে রবের সামনে কাতারবদ্ধ হন?’ জবাবে তিনি বলেন, ‘তারা আগে প্রথম কাতার পূরণ করেন। পরবর্তী কাতারগুলোতেও ঘেঁষে ঘেঁষে ফাঁকা না রেখে দাঁড়ান।’ (সহিহ মুসলিম: ৪৩০)