ইউজিসি বরাবর জবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)-এর নীতিমালায় নতুন দাবি যুক্তকরণ এবং আগামী অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি নিশ্চিত করণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর কাছে স্মারকলিপি জমা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ রবিবার জবি ছাত্রদলের নেতৃবৃন্দ ইউজিসি চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি জমা দেন।
করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায়, আগামী অক্টোবর মাসের মধ্যেই সকল শিক্ষার্থীর সম্পূরক বৃত্তি নিশ্চিত করার জন্য ইউজিসিকে পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জবি ছাত্রদলের নেতারা বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন বারবার উদাসীনতা দেখাচ্ছে। জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর এর নীতিমালা নিয়ে সংশোধনের প্রয়োজন রয়েছে, যাতে তা বর্তমান সময়ের শিক্ষার্থীদের চাহিদা প্রতিফলিত করে। একইসঙ্গে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য সম্পূরক বৃত্তি দ্রুত নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’
অক্টোবর মাসের মধ্যে এই দাবিগুলো পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
এছাড়া ছাত্রদল জকসু নীতিমালা বেশ কিছু সম্পাদকীয় পদ রাখার প্রস্তাবনা রাখে। পদগুলো হলো: স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। এর পাশাপাশি জবি ছাত্রদল কোষাধ্যক্ষ পদের বিপরীতে অর্থ সম্পাদক পদকে পুনরাবৃত্তি উল্লেখ করে পদটি বাদ দেওয়ার দাবিও তুলেছেন তারা।
স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘জবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় শিক্ষার্থীদের নানামুখী সমস্যা হচ্ছে। কাজেই ছাত্রদল চায় আগামী অক্টোবরের মধ্যেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বৃত্তি পাক। এই লক্ষ্যে আমরা আজ ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। পাশাপাশি, জকসু নীতিমালায় কিছু প্রয়োজনীয় এবং পদ যুক্তকরণের যৌক্তিক দাবিও জানিয়েছি।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
সদস্য সচিব শামসুল আরেফিন জানান, শিক্ষার্থীদের কল্যাণের জন্য যা কিছু দরকার ছাত্রদল তা করছে। অক্টোবরের মধ্যে যেন সম্পূরক বৃত্তি নিশ্চিত হয়, সেই লক্ষ্যে নিরসল কাজ করে যাচ্ছে ছাত্রদল।
এদিন স্মারকলিপি প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমিসহ একটি প্রতিনিধি দল।