বৃটেনে হ্যাকারদের দৌড়াত্ব যেন থামছেই না

এস ইসলাম, লন্ডন থেকে
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৩
শেয়ার :
বৃটেনে হ্যাকারদের দৌড়াত্ব যেন থামছেই না

বৃটেনে সাইবার হামলা ক্রমশ বেড়েই চলেছে। গত সপ্তাহে হিথ্রোসহ ইউরোপের বেশ কয়েকটি এয়ারপোর্টে সাইবার হামলার ক্ষত শুকাতে না শুকাতেই আবার হামলা হল শিশুদের নার্সারীতে।

লন্ডনসহ যুক্তরাষ্ট্র, ভারত ও চীনে শাখা সমৃদ্ধ আন্তর্জাতিক নার্সারী প্রতিষ্ঠান কিডো মারাত্মক সাইবার হামলার শিকার হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আট হাজার শিশুর নাম, ছবি ও ঠিকানা হ্যাকারদের হাতে পৌঁছেছে এবং প্রতিষ্ঠানটির কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।

বিবিসির খবরে জানা যায়, আক্রমণকারীরা শুধু শিশুদের তথ্যই নয়, বরং তাদের বাবা-মা ও অভিভাবকদের ব্যক্তিগত তথ্য এবং সুরক্ষা-সংক্রান্ত নথিপত্রও চুরি করেছে। এমনকি ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে তারা কিছু কিছু অভিভাবকের সঙ্গেও ফোনে যোগাযোগ করেছে ।

এ বিষয়ে কিডো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি কিংবা হ্যাকারদের দাবিকে স্বীকার করেনি। তবে একজন কর্মী জানিয়েছেন, ডেটা লঙ্ঘনের বিষয়ে তাদের জানানো হয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার তারা একটি র‌্যানসমওয়্যার  আক্রমণের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি সাইবার অপরাধ ইউনিটে তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। একই সঙ্গে তথ্য কমিশনারের কার্যালয়ও নিশ্চিত করেছে যে কিডোর ঘটনাটি তাদেরকে জানানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের আরো একাধিক প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর মধ্যে চেইন সুপার শপ কো-অপে হ্যাকিং চেষ্টার কারণে প্রতিষ্ঠানটি ৮০  মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে জাগুয়ার ল্যান্ড রোভারের আভ্যন্তরীন সিস্টেমে হ্যাকারদের হামলার ফলে বাধ্য হয়ে তাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে হয়। ফলে যন্ত্রাংশ সরবরাহ থেকে শুরু করে গাড়ি বিক্রির প্রক্রিয়া পর্যন্ত ব্যাহত হয়। যদিও প্রতিষ্ঠানটি বর্তমানে আংশিকভাবে কিছু সিস্টেম পুনরায় চালু করেছে।