রাবিতে শাটডাউনের প্রতিবাদে শিবিরের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাবি শাখা।
আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।
এদিকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে শাটডাউন স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।
এদিন দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি মোক্তার হোসেন।
মানববন্ধনে শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শাটডাউন কর্মসূচি সম্পূর্ণ অযৌক্তিক। কিছু শিক্ষক দলীয় ব্যানারের আড়ালে রাকসু নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। ক্যাম্পাস ফাঁকা দেখিয়ে শেষ পর্যন্ত তারা নির্বাচন পেছাতে সফল হয়েছেন।’
তিনি অভিযোগ করেন, ‘রাকসু নির্বাচন শুধু পেছানো নয়, বরং একে পুরোপুরি বানচাল করাই তাদের লক্ষ্য। ৩৫ বছর পর হতে যাওয়া নির্বাচন বানচালের এই প্রচেষ্টা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
শাখা সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, ‘পরিকল্পিতভাবে নির্বাচন তিনবার পিছিয়েছে। প্রশাসন, নির্বাচন কমিশন এবং একাংশ শিক্ষক-কর্মকর্তা এই ষড়যন্ত্রের অংশ।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান, শহীদ হবীবুর রহমান হল শিবির সভাপতি আব্দুল্লাহ ফারহানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিন কর্মসূচি সঞ্চালনা করেন শাখা প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম। এতে শতাধিক নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।