বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় রুয়েটের ১৪ শিক্ষক
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিয়ার যৌথভাবে প্রকাশিত বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৪ জন শিক্ষক। গবেষণা আউটপুট, সাইটেশন, এইচ-ইনডেক্সসহ নানা মানদণ্ডে মূল্যায়নের মাধ্যমে প্রকাশিত ২০২৫ সালের এ তালিকায় রুয়েটের গুণী শিক্ষকদের অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারে গৌরবের আবহ সৃষ্টি করেছে।
এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদুজ্জামান ব্যক্তিগত কৃতিত্বে বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। তালিকায় তার গ্লোবাল র্যাঙ্ক ২০১,৭৯৩, গবেষণার ক্ষেত্র Information & Communication Technologies এবং উপক্ষেত্র Artificial Intelligence & Image Processing-এ তার অবস্থান ৯,০০৫তম। বর্তমানে তার H-index ১৪ এবং Hm-index ৩।
উল্লেখ্য, মো. নাহিদুজ্জামান রুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর বর্তমানে অস্ট্রেলিয়ার আরএমআইটি (RMIT) বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। পাশাপাশি তিনি কাতার ইউনিভার্সিটির Machine Learning Lab-এ গবেষণা সহকারী হিসেবে যুক্ত আছেন। তার গবেষণার মূল ক্ষেত্র হলো Interpretable AI, Uncertainty, Object Detection, Deep Learning, Machine Learning ও Medical Image Analysis।
তিনি এ পর্যন্ত ৪০টিরও বেশি Q1 জার্নাল প্রবন্ধ এবং একাধিক IEEE কনফারেন্স পেপার প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) অর্থায়নে পরিচালিত একটি প্রকল্প, যেখানে COVID-19 শনাক্তকরণের জন্য এনসেম্বল ভিত্তিক ডিপ লার্নিং মডেল তৈরি করা হয়। এছাড়াও তিনি Manchester Metropolitan University-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণায় যুক্ত রয়েছেন।
অর্জন সম্পর্কে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার সুপারভাইজার, সহকর্মী, সহলেখক, শিক্ষার্থী এবং পরামর্শদাতাদের প্রতি, যারা সবসময় আমাকে সহযোগিতা করেছেন। তাদের দিকনির্দেশনা এবং টিমওয়ার্ক ছাড়া এ মাইলফলক অর্জন সম্ভব হতো না।’
তিনি আরও যোগ করেন, ‘এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করতে এবং সমাজে কার্যকর অবদান রাখতে।’
এছাড়া তালিকায় রুয়েটের আরও ১৩ জন শিক্ষক স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—
১. উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক
২. অধ্যাপক ড. আব্দুল খালেক (পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তর)
৩. মহিউদ্দিন আহমেদ (CSE)
৪. বরুণ কুমার দাস (ME)
৫. মোঃ মাসুদ রানা (EEE, বিভাগীয় প্রধান)
৬. অলোক কুমার পল (EEE)
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
৭. সজল কুমার দাস (MTE)
৮. মোঃ রাবিউল হাসান (ETE)
৯. জি. কে. এম. হাসানুজ্জামান (EEE, অতিরিক্ত পরিচালক, IQAC)
১০. তুষার কান্তি রায় (ETE)
১১. মোঃ আহসান হাবিব (HUM)
১২. মোঃ মেহেদী হাসান
১৩. আবদুল্লাহ আল কাফি
রুয়েট শিক্ষার্থীদের মতে, একসঙ্গে এতগুলো শিক্ষক এবং গবেষকের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন বিশ্ববিদ্যালয় ও দেশের উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক। এটি তরুণ গবেষক ও শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রসঙ্গত, প্রতি বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসভিয়ার যৌথভাবে এই তালিকা প্রকাশ করে, যেখানে বিশ্বব্যাপী লক্ষাধিক গবেষকের মধ্য থেকে শীর্ষ ২% বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করা হয়। এর মাধ্যমে একজন গবেষকের একাডেমিক প্রভাব, বৈজ্ঞানিক অবদান ও বৈশ্বিক স্বীকৃতি নির্ধারণ করা হয়।