সাংবাদিকতা বিভাগে আমির হামজার ভর্তির দাবি সঠিক নয়: জাবি প্রশাসন
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে আলোচিত ইসলামিক বক্তা আমির হামজার ভর্তির দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি ২০১১ সালে চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হয়। ফলে, আমির হামজার এই বিভাগে ভর্তির দাবি সময়গতভাবে সঠিক নয়।’
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক বক্তা আমির হামজার মন্তব্যকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া’ বলেও দাবি করেছে বিশ্ববিদতিবাদ জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমির হামজা সামাজিক মাধ্যমে দাবি করেন যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি ছিলেন এবং আবাসিক হলে সকালে মদ দিয়ে কুলি করতে দেখেছেন। তিনি আরও অভিযোগ করেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের লাঠি দিয়ে মারধর করে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ‘এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা বাস্তব নয় এবং এসব মন্তব্য সম্পূর্ণ অসত্য।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগটি ২০১১ সালে চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি করা হয়। ফলে, আমির হামজার এই বিভাগে ভর্তির দাবি সময়গতভাবে সঠিক নয়।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
এছাড়া আবাসিক হলে মদ দিয়ে কুলি করার কোনো নজির প্রশাসনের কাছে নেই এবং শিক্ষার্থীদের দ্বারা শিক্ষকদের লাঠিপেটা করার অভিযোগকেও ’সম্পূর্ণ সত্যের অপলাপ’ বলে আখ্যায়িত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক সবসময়ই শ্রদ্ধাপূর্ণ ও প্রশংসনীয়।’
বিজ্ঞপ্তির শেষে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন মন্তব্যকে জাতীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে দেখছে।’
সর্বোপরি, আমির হামজাকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।