আন্দোলনের মুখে রাবিতে ‘পোষ্য কোটা’ স্থগিত

রাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭
শেয়ার :
আন্দোলনের মুখে রাবিতে ‘পোষ্য কোটা’ স্থগিত

আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত। ছবি: আমাদের সময়

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) নিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে আজ রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিবাদ শুরু হয়। সেদিন রাত ১১টা পর্যন্ত আন্দোলন চলে। এর পরদিন শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। একই দিন বিকেলে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন।

গতকাল শনিবার দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ান। বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এবং উপ-উপাচার্যের গাড়ি আটকে সেখানে টাকা ছুড়ে মারেন। এরপর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীনের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। পরে তিনি জুবেরি ভবনে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

জুবেরি ভবনে অবস্থানের পর রাত সাড়ে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাত ২টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাৎক্ষণিক সিন্ডিকেট সভার দাবিতে আন্দোলন চলছিল।