মিশরে মেক্সিকোর জাতীয় দিবসের রঙিন আয়োজনে বাংলাদেশি দম্পতি

প্রবাস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২
শেয়ার :
মিশরে মেক্সিকোর জাতীয় দিবসের রঙিন আয়োজনে বাংলাদেশি দম্পতি

মিশরের রাজধানী কায়রোতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেক্সিকোর জাতীয় দিবস উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মেক্সিকান কমিউনিটির নেতারাসহ প্রায় ১ হাজার ২০০ অতিথি অংশ নেন।

দুতাবাসের সরকারি বাসভবনের বিশাল বাগানে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। মিশরে মেক্সিকোর রাষ্ট্রদূত স্বাগত ভাষণে মিশর–মেক্সিকোর ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মেক্সিকোর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দেন।

অনুষ্ঠানে মেক্সিকান ঐতিহ্যবাহী সংগীত, মারিয়াচি, নৃত্য, আতশবাজি, জনপ্রিয় খাবার এবং ঐতিহ্যবাহী মার্গারিটা ককটেল পরিবেশিত হয়। রঙিন সাজসজ্জা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। এক পর্যায়ে মান্যবর রাষ্ট্রদূত ও দুতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন বাংলাদেশি দম্পতি আফছার হোসাইন।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনী আকন্দ পাড়া গ্রামে জন্ম নেওয়া আফছার হোসাইন দীর্ঘ ৩০ বছর ধরে মিশরে বসবাস করছেন। ১৯৯৫ সালে কায়রোস্থ মেক্সিকান দুতাবাসে চাকরি নিয়ে মিশর যান তিনি। পরে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর মেক্সিকান সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা OHTLI সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি একাধিকবার মিশরের জনপ্রিয় দৈনিক আল-আহরাম পুরস্কার এবং দূতাবাসের রজতজয়ন্তী পুরস্কারও পেয়েছেন।