আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া: রাষ্ট্রদূত
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটিকে ‘দুরভিসন্ধীমূলক প্রচারণা’ বলে অভিহিতি করেছেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।
আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, ‘সরকারিভাবে এ রকম কোনো নোটিফিকেশন আমরা পাইনি। আমাদের কাছে মনে হয়েছে, এটা একটি দুরভিসন্ধীমূলক প্রচারণা।’
শনি ও রবিবার সরকারি ছুটি থাকাতে এ বিষয়ে আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন:
২৪ দিনে রেমিট্যান্স এল ১৪৯ কোটি ডলার
উল্লেখ্য, আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ছড়িয়ে পড়ে। একাধিক অনলাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদন গুলোতে দাবি করা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আও যেতে পারবেন।