আজানের পর যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়

ধর্ম ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭
শেয়ার :
আজানের পর যে দোয়া পড়লে গুনাহ মাফ হয়

আরবি শব্দ আজান এর অর্থ আহ্বান বা ডাকা। এই শব্দের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের একটি। তা হলো নামাজ। মূলত জামাতের সঙ্গে নামাজ আদায় করার লক্ষ্যে মানুষকে মসজিদে একত্রিত করার জন্য নির্দিষ্ট কিছু আরবি শব্দ ও বাক্যের মাধ্যমে উচ্চকণ্ঠে ডাক দেয়াই আজান। প্রতি ওয়াক্তের জন্য আজান একবার দেয়া হলেও জুমার আজান দুইবার দেয়া হয়।

মুয়াজ্জিনের আজান শুনে এর জবাব দেয়া সুন্নত। এ ক্ষেত্রে মুয়াজ্জিন যখন যে শব্দগুলো উচ্চারণ করে তখন শ্রোতাকেও সে শব্দগুলো বলতে হয়। আবু সায়ীদ খুদরী (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। (সহিহ বুখারি, হাদিস: ৫৮৪)

ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, মুয়াজ্জিন যখন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে, তখন তোমাদের কেউ যদি ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে, তারপর মুয়াজ্জিন যখন ‘আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু’ বলে, তখন সেও ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু’ বলে, অতঃপর মুয়াজ্জিন যখন ‘আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ’ বলে, তখন সেও ‘আশহাদু আন্না মোহাম্মাদার রাসুলুল্লাহ’ বলে, আর মুয়াজ্জিন যখন ‘হাইয়া আল্লাস সালাহ’ বলে, তখন সে ‘লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ’ বলে এবং মুয়াজ্জিন যখন ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলে, তখন সেও ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার’ বলল, আর সবশেষে মুয়াজ্জিন যখন ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে, তখন সেও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলল- এসবই যদি সে বিশুদ্ধ অন্তরে বলে থাকে তবে সে জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম, হাদিস: ৭৩৬)

তবে আজান শুনে ছোট্ট একটি দোয়া পড়ার কথাও হাদিসে এসেছে, যা পাঠ করলে গুনাহ মাফ করে দেয়া হয়। সা’দ ইবনু আবু ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিচের দোয়াটি পাঠ করে তার গুনাহ মাফ করে দেয়া হয়। দোয়াটি হলো-

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولاً وَبِالإِسْلاَمِ دِينًا

বাংলা: আশহাদু-আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়াইন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবি-মুহাম্মাদির-রাসুলা ওয়াবিল-ইসলামি দ্বীনা।

অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক, তাঁর কোনো শরিক নেই এবং মুহাম্মাদ (সা.) তাঁর বান্দা ও রাসুল। আমি সন্তুষ্ট আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং মুহাম্মাদ (সা.) কে রাসুল হিসেবে পেয়ে এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ৭২১; সহিহ মুসলিম, হাদিস: ৭৩৭)