সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নতুন মামলায় গ্রেপ্তার
জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানা এলাকায় হাদিস মিয়া হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. হোসনে মোবারক আসামি আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় গতবছর ৪ অগাস্ট মিরপুর থানাধীন এলাকায় হাদিস মিয়া আন্দোলনে অংশ নেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৮ মার্চ হাদিস মিয়ার পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলা করে।