রাকসু নির্বাচন /
ম্যানুয়াল ভোট গণনার দাবি ছাত্রদলসহ ২টি প্যানেলের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১১ দফা দাবি জানিয়েছে ছাত্রদল মনোনীত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন মনোনীত রাকসু ফর র্যাডিক্যাল চেইঞ্জ প্যানেল।
আজ শনিবার দুপুরে পরিবহন মার্কেট সংলগ্ন আমতলায় আয়োজিত এক সমাবেশে তারা এসব দাবি জানান। এ সময় ২টি প্যানেলের ভিপি জিএস এজিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
তাদের দাবিগুলো স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে এবং ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক ও প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে। ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে, যাতে কালি মুছে না যায়। এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে। প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে। সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে। নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধানো, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তাদের আরও দাবি– পর্যাপ্ত সংখ্যক বুথ ব্যবস্থা করতে হবে। ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে। সাইবার বোলিং সেল কার্যকর করতে হবে। ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেওয়া যাবে না।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
আশঙ্কার কথা তুলে ধরে তারা বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতাও প্রকাশ পেয়েছে। নির্বাচন কমিশনের এই দুর্বলতা আমাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্যানেলদের মধ্য থেকে প্রশ্ন উঠেছে। ছাত্র শিবির কোনো রকম আচরণবিধির নূন্যতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, হলে পানির ট্যাংক বসানো, খিচুরি পার্টি, মুড়ি পার্টিসহ শিক্ষার্থীদের নানান উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে।’