৭ দফা দাবি রাবি একাংশ নারী প্রার্থীর

রাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০
শেয়ার :
৭ দফা দাবি রাবি একাংশ নারী প্রার্থীর

বট বা ফেক আইডি নিয়ন্ত্রণসহ ৭দফা দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের একাংশ প্রার্থী। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান প্রার্থীরা।

এসময় রাকসু নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী তাহসিন খান লিখিত বক্তব্যে উক্ত দাবিগুলো উল্লেখ করেন।

দাবিগুলো হলো অনলাইন আচরণবিধি, তথ্য যাচাই প্রক্রিয়া, অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা স্পষ্ট করে অফিশিয়াল সুরক্ষা নীতি প্রণয়ন, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো, সিসিটিভি, নিরাপত্তা টহল জোরদার করে নারীবান্ধব অবকাঠামো ও সুরক্ষা নিশ্চিত, সাইবার সেফটি ও জেন্ডার রেসপন্স সেল গঠন, বট বা ফেক আইডি নিয়ন্ত্রণ ও বিশ্ববিদ্যালয়ের সব অফিসিয়াল ও স্বীকৃত গ্রুপ বা পেজে সদস্য অ্যাক্সেস যাচাই, ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিওর গোপনীয়তা সুরক্ষা নীতি প্রণয়ন, ডিজিটাল লিটারেসি ও সেফটি প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ, হল ও প্রশাসনিক ইউনিটের জন্য ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজ বা গ্রুপ চালু।

কারা এমন বুলিং করছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটা আবেদন জানিয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা চোখে পরেনি। কদিন আগেও একটা দলের এক নেতা জুলাই-৩৬ হলের আপুদের নিয়ে বাজে বুলিং করে। দল থেকে ব্যবস্থা নিলেও প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা চাই প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর হোক।’

এ সময় হল সংসদ, সিনেট প্রতিনিধি নির্বাচন ও কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন।