জিএস পদেও এগিয়ে এস এম ফরহাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়ছাত্র সংসদ (ডাকসু) এর একাধিক হলের ফল পাওয়া গেছে। এখন পর্যন্ত সবগুলো হলেই এজিএস পদে এগিয়ে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র এস এম ফরহাদ। হলগুলো হলো শহীদুল্লাহ হল, ফজলুল হক হল, অমর একুশে হল, শামসুন নাহার হল, জগন্নাথ হল, সুফিয়া কামাল হল, রোকেয়া হল, এ এফ রহমান হল, জসিম উদ্দীন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, শেখ ফজিলাতুননেছা মুজিব হল, সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল।
সার্জেন্ট জহুরুল হক হল:
ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল: জিএস পদে এস এম ফরহাদ ৭৭৩; মেঘ মল্লার বসু ১২৫; আবু বাকের মজুমদার ২৪১ ও তানভির বারী হামিম ২৪৯ ভোট পেয়েছেন।
ফজলুল হক মুসলিম হল: জিএস পদে এস এম ফরহাদ ৫৮৯; মেঘ মল্লার বসু ৯৯; আবু বাকের মজুমদার ৩৪১ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।
অমর একুশে হল: জিএস পদে এস এম ফরহাদ ৪৬৬; মেঘ মল্লার বসু ৮৬; আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভির বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন।
শামসুন নাহার: জিএস পদে এস এম ফরহাদ ৮১৪ হামিম ৩১২ আরাফাত ৫০৫ মেঘমল্লার বসু ৫১৭ ভোট পেয়েছেন।
জগন্নাথ হল: জিএস পদে এস এম ফরহাদ ৫, হামিম ৩৯৮, বাকের ২৭, মেঘমল্লার ১১৭০, আশিক ৭ ও আরাফাত ১৬৯ ভোট পেয়েছেন।
সুফিয়া কামাল হল: জিএস পদে এস এম ফরহাদ ৯৬৪, মেঘ মল্লার বসু ৫০৭, আবু বাকের মজুমদার ২১৬, আরাফাত ৪২৮ ও তানভির বারী হামিম ৪০২ ভোট পেয়েছেন।
রোকেয়া হল: জিএস পদে এস এম ফরহাদ ১১২০, আরাফাত চৌধুরী ৬৬৪, মেঘ মল্লার বসু ৭৮০, তানভীর বারী হামীম ৪৪৭ ও আবু বাকের মজুমদার ২৪১ ভোট পেয়েছেন।
এ এফ রহমান হল: জিএস পদে এস এম ফরহাদ ৫৮৮, মেঘ মল্লার বসু ১৫৭, আবু বাকের মজুমদার ৫৪ ও তানভীর বারী হামীম ২৪৫ ভোট পেয়েছেন।
জসিম উদ্দীন হল: জিএস পদে এস এম ফরহাদ ৫৪০া, তানভীর বারী হামীম ২৫৫, মেঘ মল্লার বসু ৮১; আবু বাকের মজুমদার ৬৭ ভোট পেয়েছেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: জিএস পদে এস এম ফরহাদ ৫৪৪ ভোট, তানভীর বারী হামীম ৩৩৪ ভোট এবং মেঘ মল্লার বসু ১৭৬ ভোট পেয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: জিএস পদে এস এম ফরহাদ ৬৮৩, মেঘ মল্লার বসু ১২৪, আবু বাকের মজুমদার ৮১ এবং তানভীর বারী হামীম ৩০৭ ভোট পেয়েছেন।
সূর্যসেন হল: জিএস পদে এস এম ফরহাদ ৫৬৮, আরাফাত চৌধুরী ১৬৪, মেঘ মল্লার বসু ১০৮, আবু বাকের মজুমদার ৬৬ এবং তানভীর বারী হামীম ২৮৫ ভোট পেয়েছেন।
হাজী মুহম্মদ মুহসীন হল: জিএস পদে এস এম ফরহাদ ৫০১, তানভীর বারী হামীম ২৫৮; আরাফাত চৌধুরী ১৫৬; মেঘ মল্লার বসু ১০৬ এবং আবু বাকের মজুমদার ৭৫ ভোট পেয়েছেন।
বিজয় একাত্তর হল: জিএস পদে এস এম ফরহাদ ৭৭৯, তানভীর বারী হামীম ৪৪২, মেঘ মল্লার বসু ১৪৫ ও আরাফাত চৌধুরী ১৯৪ ভোট পেয়েছেন।
সলিমুল্লাহ মুসলিম হল:
শেখ ফজিলাতুননেছা মুজিব হল: জিএস পদে এস এম ফরহাদ ৫৯৫, মেঘ মল্লার বসু ৩১২; আবু বাকের মজুমদার ৯৩; তানভীর বারী হামীম ২২৯ ভোট পেয়েছেন।
কুয়েত মৈত্রী হল: জিএস পদে এস এম ফরহাদ ৪৫৮, মেঘ মল্লার বসু ২৭৫; তানভীর বারী হামীম ১৭৯ এবং আবু বাকের মজুমদার ৬৪ ভোট পেয়েছেন।