জাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য

জাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪
শেয়ার :
জাকসু নির্বাচনে অংশ নিতে পারছেন না অমর্ত্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়কে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষ সময়ে বিধি অনুযায়ী অযোগ্য দেখিয়ে ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। প্রার্থিতা ফিরে গতকাল হাইকোর্টে রিট করেন অমর্ত্য। এরপর আদালতের শুনানিতে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার রায় দেয় হাইকোর্ট। তবে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরিয়ে দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ, হাইকোর্টের রায়কে স্থগিত করে অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের পক্ষে রায় দিয়েছে চেম্বার জজ আদালত।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে এবার প্রার্থী ১৭৯ জন। এর মধ্যে ভিপি ১০ ও জিএস পদে ৯ প্রার্থী।