সময়ের সঙ্গে বাড়ছে ভোটকেন্দ্রে ভোটারের চাপ

ঢাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯
শেয়ার :
সময়ের সঙ্গে বাড়ছে ভোটকেন্দ্রে ভোটারের চাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের চাপ আরও বেড়েছে।  

মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে শারীরিক শিক্ষা কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।  

সরেজমিনে দেখা গেছে, ভোটাররা লাইনে না দাঁড়িয়ে ছড়িয়ে-ছিটিয়ে ভোটকেন্দ্রে ঢুকছেন। যার কারণে ভোটের লাইনে কিছুটা বিঘ্নতা দেখা যায়। 

জানতে চাইলে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী রিফাত হাসান তুরান জানান, প্রশাসনকে আরও সচেতন হওয়া দরকার। লাইন ছেড়ে কেউ যেন ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।