হুইলচেয়ারে ভোটকেন্দ্রে মেঘমল্লার বসু, বললেন ‘পরিস্থিতি শান্তিপূর্ণ’ (ভিডিও)

শিক্ষা ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬
শেয়ার :
হুইলচেয়ারে ভোটকেন্দ্রে মেঘমল্লার বসু, বললেন ‘পরিস্থিতি শান্তিপূর্ণ’ (ভিডিও)

ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে আসেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন।

এ সময় তিনি বলেন, ‘সবার মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। পরিস্থিতি শান্তিপূর্ণ আছে। নানান রকম অভিযোগের খবর পাচ্ছি, তবে এখন পর্যন্ত যা দেখছি তা শান্তিপূর্ণ।’ 

এর আগে সোমবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি ভোটারদের উদ্দেশে লিখেছেন, ‘যারা আমার ভোটার তাদের একটা স্পষ্ট কথা বলতে চাই। আমাকে যদি আপনি যোগ্য না মনে করেন আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে ভোট দিলে অন্য কেউ জিতে যাবে স্টেট এজেন্সির করা এই কৃত্রিম ক্যালকুলেশান করে যদি আমাকে ভোটবঞ্চিত করেন তাহলে গাদ্দারি করবেন।’

তিনি আরও লেখেন, ‘শিবির ঠেকাতে যাদের অপশান মনে করছেন তাদের শিবিরের সাথে লিঁয়াজোর ইতিহাস বহু পুরানো। জিতি হারি, প্রান্তিক মানুষদের জন্য লড়ব। সেই লড়াইয়ে আমাকে এম্পাওয়ার করবেন কিনা সেটা আপনার চয়েজ। যদি বিশ্বাস রাখেন, জিতে ফিরব।’