প্রত্যেক ভোটারের ভোট দিতে সময় লাগছে ৬-৭ মিনিট

ঢাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫
শেয়ার :
প্রত্যেক ভোটারের ভোট দিতে সময় লাগছে ৬-৭ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোটগ্রহণ।

ভোট দিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ডাকসু নির্বাচনে একজন ভোটারের ভোট দিতে সময় লাগছে প্রায় ৭-৮ মিনিট। ভোট দেওয়ার ক্ষেত্রে যেই সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের মাঝেই আমরা ভোটদান সম্পন্ন করতে পারছি। 

ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না বলেও জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, নির্বাচনে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। টিএসসির ভোটকেন্দ্রসহ প্রতিটি হলে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। শিক্ষার্থীরা শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।