নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না: আবিদুল ইসলাম খান

ঢাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০
শেয়ার :
নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না: আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘আমাদেরকে নিয়ে যদি কেউ নোংরামি করে, তার সঙ্গে নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না।’ 

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

আবিদুল ইসলাম খান বলেন, ‘আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অসংখ্য প্রোপাগান্ডার শিকার করা হয়েছে। আমাদেরকে নিয়ে যদি কেউ নোংরামি করে, তার সঙ্গে নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না। আমরা সত্য ও সৌন্দর্য দিয়ে প্রতিবাদ জানাতে চাই।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, বারবার সব জায়গায় আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের ছেলেমেয়েদের আমরা সর্বোচ্চ ধৈর্যের নির্দেশনা দিয়েছি। এই নির্বাচনকে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি রোল মডেলে রূপান্তরিত করতে চাই।’

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ পরিকল্পিত এবং এর কোনো ভিত্তি নেই। প্রথম যে নিউজ করা হয়েছিল, সেটি আমাকে দেখানো হয়েছে যা আসলে আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।’

তিনি আরও বলেন, ‘চিফ রিটার্নিং অফিসার নিজে আমাকে ভোটকেন্দ্রে নিয়ে গেছেন এবং স্বচ্ছ ব্যালট বাক্স আমাকে প্রদর্শন করেছেন। নির্বাচনে প্রার্থীরা এমনটি দেখার অধিকার রাখে এটি স্বাভাবিক বিষয়।’

অভিযোগ করলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজ কোনো অভিযোগের ভিত্তি নেই বলে জানান আবিদুল ইসলাম খান।